ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

টানা বৃষ্টিতে শায়েস্তাগঞ্জে ৯০০ হেক্টর আমন পানির নিচে

saysta 1 20231008092329 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তলিয়ে গেছে ৯০০ হেক্টর জমির রোপা আমন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার কৃষক।

সরেজমিনে দেখা যায়, উপজেলার মররা, নিশাপট, কাজীরগাও, ঢাকিজাংগল, লাদিয়া, ফরিদপুর, বারলাড়িয়া, চণ্ডিপুর, নোয়াগাও, পুরাসুন্দা, ব্রাক্ষণডোরা, কেশবপুর, উলুহর, পুটিয়া, শৈলজুড়া, বাখরনগর গ্রামের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

উপজেলার পূর্ব নিশাপট গ্রামের কৃষক আব্দুল জব্বার বলেন, ১৫ বিঘা জমির আমন ধান বানের পানিতে তলিয়ে গেছে। আমার মতো অনেকের জমি পানির নিচে। এখন আমরা দিশেহারা।

বারলাড়িয়া গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, উজানের পানিতে আমার ৫ বিঘা জমির ধান তলিয়ে গেছে। অনেক টাকা ক্ষতির সম্মুখীন হলাম।

ব্রাক্ষণডোরা গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, ধার-দেনা করে এক বিঘা জমিতে আমন ধান চাষ করি। কিন্তু পানি সব নিয়ে গেলো।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, এ বছর উপজেলায় দুই হাজার ৯৫০ হেক্টর জমিতে আমনের চাষ হয়। বন্যার পানিতে প্রায় ৯০০ হেক্টর আমন পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রণোদনার জন্য মন্ত্রণালনয়ে পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ