ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সুনামগঞ্জে ভারতীয় মদসহ গ্রেফতার ১

সুনামগঞ্জে ভারতীয় মদসহ গ্রেফতার ১

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের ভারতীয় অফিসাস চয়েজ মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। আটক মোস্তফা (৪৫) উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কান্দিগাও গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

রবিবার ভোর রাতে জেলার সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কান্দিগাও গ্রামে থেকে আটক করা হয়।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ জানায়, সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধরের নির্দেশেনায় উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কান্দিগাও গ্রামে এসআই মোঃ মাসুদ রানা বিশ্বাস, এএসআই মোজাম্মেল হক, কনেষ্টেবল আদিল মাহমুদ, দীপক মুন্ডাসহ বিশেষ অভিযান পরিচালনাকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসাস চয়েজ মদ ১৮০ এম এল ২৪ (চব্বিশ) বোতলসহ তাকে আটক করা হয়।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদকসহ যেকোনো অনিয়ম প্রতিরোধ আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ছাড় দেয়া হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ