ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

ছাতকে খুন হওয়া শিশু ইভার মাথা উদ্ধার

386987895 895879685590769 2781670659189604380 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের ছাতকে খুন হওয়া তৃতীয় শ্রেণির ছাত্রী শিশু ইভা আক্তারের (৮) দেহ থেকে বিচ্ছিন্ন মাথার অংশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের লিটন মিয়ার ধান ক্ষেত থেকে ওই শিশুর মাথা উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক।

তিনি জানান, ২ দিনের বিশেষ অভিযানের পর আজ (শুক্রবার) সন্ধ্যায় মাথাটি উদ্ধার করা হয়েছে। এ খুনের সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। শীঘ্রই ধরা পড়বে।

প্রসঙ্গত, বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে ইভা বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানের যাওয়ার জন্য বাড়ি থেকে বাহির হয়ে নিখোঁজ হয়। তার কয়েক ঘন্টা পরে ধানের জমিতে মাথাবিহীন বিবস্ত্র অবস্থায় ইভার লাশ পাওয়া যায়। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ