ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

তাহিরপুরে সহকারী শিক্ষক সমিতির সভাপতি আসাদুল, সম্পাদক তৌফিক

তাহিরপুরে সহকারী শিক্ষক সমিতির সভাপতি আসাদুল, সম্পাদক তৌফিক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি এএইচএম আসাদুল ইসলাম (বাদাঘাট সপ্রাবির সহকারী শিক্ষক) এবং এএইচ এম তৌফিক আহমদ তাহিরপুর মডেল সপ্রাবির সহকারী শিক্ষককে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস ১২০৬৮) তাহিরপুর উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে।

শুক্রবার বিকেলে সর্বসম্মতিক্রমে সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ হারুন রশিদ ও সাধারণ সম্পাদক প্রনব দাস মিটু স্বাক্ষরিত পত্রে এই কমিটির অনুমোদন করা হয়।

কমিটিতে অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সিনিয়র সহসভাপতি মাকসুম মিয়া, সহসভাপতি সাখাওয়াত হোসেন পাটোয়ারীসহ আরও ৭ জন, সিনিয়র যুগ্ম সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ আরও দুইজন সহ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আশীস কুমার দাশসহ আরও ৬ জন, অর্থ সম্পাদক, সহ অর্থসম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদকসহ মহিলা বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদকসহ দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, ধর্ম সম্পাদক দুজন, সাহিত্য সম্পাদক, প্রকাশনা সম্পাদক, আইন সম্পাদকসহ আইন সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ ক্রীড়া সম্পাদক,সমাজকল্যান সম্পাদক, সহ সমাজকল্যাণ সম্পাদক, কাব স্কাউট সম্পাদকসহ কাব স্কাউট সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদকসহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক, সামাজিক যোগাযোগ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, আপ্যায়ন সম্পাদক, প্রাক প্রাথমিক বিষয়ক সম্পাদক ও ১৩ সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান এবং সহকারী শিক্ষকদের কল্যাণে এ কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে সেই আশাবাদ ব্যক্ত করেন কমিটির নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ