
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সমাবেশ ও মিছিল গতকাল ৬ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃষ্টিজনিত কারণে সমাবেশ শেষে মিছিলটি জিন্দাবাজার পয়েন্টস্থ ওভারসিজ সেন্টারের সম্মুখে সমাপ্ত করা হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাসের পরিচালনায় সমাবেশ সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মানিক লাল দে। বক্তব্য রাখেন সহ সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, প্রচার সম্পাদক ভানু লাল দাস, দিপক রায়, সহ অর্থ সম্পাদক হারাধন দেব, এডভোকেট বিরেন্দ্র চন্দ্র নাথ, উত্তম ঘোষ, রাধিকা রঞ্জন পাল, রিংকু দাস,টিটু ঘোষ, সহদেব কর, পিয়াস রায়, বিজিত দেব, স্বপন পাল, সুব্রত সেন, সিলেট জেলা যুব ঐক্য পরিষদের সংগঠনিক সম্পাদক অর্জুন রায় আজয়, ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব মিথিল পাল প্রান্ত, জগদিশ দাস প্রমুখ।
সমাবেশে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা করেন, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী অসাম্প্রদায়িক চেতনা লালনকারী বলে দাবিদার বাংলাদেশ আওয়ামী লীগের পরিচালনায় মহাজোট সরকার বিগত ২০১৮ সালের নির্বাচন পূর্ববর্তী সময়ে ঐক্য পরিষদ ঘোষিত ৭ দফা দাবির প্রতি সহমত পোষণ করে তাদের নির্বাচনে ইশতেহারে দাবিগুলো উল্লেখপূর্বক নির্বাচনে জয়লাভ করলে প্রথমেই ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। এখন মেয়াদ উত্তীর্ণ হওয়ার কালে এসেও সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রাণের এই দাবি বাস্তবায়ন না করায় আগামী নির্বাচনে এর প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এতে করে বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতা বিঘ্নিত কিংবা বিপন্ন হওয়া অসম্ভব নয়। সুতরাং আজকের এই কর্মসূচি থেকে বর্তমান সরকারের প্রতি সংগ্রামী আহবান ৩০ লক্ষ শহীদ ও অগণিত মহীয়সীর ত্যাগ তীতিক্ষায় অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন সার্থক করে তোলার লক্ষ্যে ঐক্য পরিষদ ঘোষিত সংখ্যালঘু জনগোষ্ঠীর অস্তিত্বের ৭ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করার জোর দাবী জানান বক্তাগণ ।