
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটে তিনদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৫ অক্টোবর) আসছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালযয়ের মহাপরিচালক ও পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব এনামুল হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
সিলেটে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী Bangladesh Foundation for Regional Studies In Partnership with India Foundation, New Delhi আয়োজিত এবং Friends of Bangladesh এর সমন্বয়ে Ministry of Foreign Affairs, Bangladesh সমর্থিত Bangladesh-India Friendship Dialogue 4 (11th Round) 4 Sylhet-Silchar Festival-2nd Round এ অংশগ্রহণ করবেন। এছাড়া বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তিনি।
পরে আগামী রোববার (৮ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে তিনি ফের বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।