ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে ক্রাশার মেশিন থেকে পাথর ছিটকে পড়ে শ্রমিক নিহত

syl dead 1903271430 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটের ধোপাগুলে পাথর ভাঙার মেশিন থেকে পাথর ছিটকে মুখে পরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ মিয়া (২০) এয়ারপোর্ট থানার সাহেববাজার এলাকার আলীনগর গ্রামের আমিন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।

তিনি বলেন, আরিফ ধোপাগুলে মামুন মিয়ার নামের একজনের পাথর ভাঙর মেশিনে শ্রমিক হিসাবে কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি পাথর ছিটকে গিয়ে সরাসরি তার মুখে আঘাত করলে সে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ওসি মঈন উদ্দিন সিপন আরও বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আরিফের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ