ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

ধর্মীয় রীতিনীতি মেনে চললে সমাজে শান্তি বিরাজমান থাকবে: ইউএনও মারিয়া

ধর্মীয় রীতিনীতি মেনে চললে সমাজে শান্তি বিরাজমান থাকবে: ইউএনও মারিয়া

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের বালাগঞ্জ ইউএনও মারিয়া হক বলেছেন, প্রত্যকেই ধর্মীয় অনুশাসনের মধ্যে চলাফেরা করা উচিত। ধর্মীয় রীতিনীতি মেনে চললে সমাজে শান্তি বিরাজমান থাকবে। স্ব-স্ব ধর্মের প্রতি শ্রদ্বা থাকা আবশ্যক। আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়বে। তিনি ৩ অক্টোবর বিকেলে মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ট পর্যায়ে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে বালাগঞ্জ শ্রী গোপাল জিউ আশ্রমে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

আশ্রম পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য তপন কুমার বনিকের সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নয়ন তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন।

বই বিতরনে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্ত্তী, ইউপি সদস্য জয়দীপ চন্দ্র দাস, ট্রাষ্টের ফিল্ড অফিসার শুভ দে, আশ্রম পরিচালনা কমিটির সদস্য বিভাষ আচার্য্য বিকল, পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিবুল দাস, মাখন লাল সুত্রধর, দোলন বৈদ্য, দিলীপ দে প্রমুখ। শুরুতে গীতা পাঠ করে প্রত্যশা রায় লোপা। অতিথিকে বিদ্যালয়ের শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ