ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

হবিগঞ্জে ট্রাক চাপায় কোরআনের হাফেজ নিহত

Untitled 9 copy - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় মো. রাকিবুল হাসান রমজান (১৭) নামে এক কোরআনে হাফেজের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

হাফেজ রাকিবুল হাসান রমজান লাখাই উপজেলার মনতইল গ্রামের নোয়াব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার বুল্লা বাজারে রাকিবুল হাসান রমজানের বাবার ব্যবসা প্রতিষ্ঠান।সেটি তালাবদ্ধ করে রবিবার রাত ৯টার দিকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা এলাকায় অজ্ঞাত ট্রাক চাপায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে সিলেটে রেফার করেন। রাত ১২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ওসি নুনু মিয়া জানান, অজ্ঞাত ট্রাকের চাপায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ