
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটে ৭ এপিবিএন অভিযানে চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশেনায়, সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা মারকাজ পয়েন্ট ক্যাফে-২০০০ রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ মোস্তাফিজুর রহমান সোহাগ (১৯) সুনামগঞ্জের দোয়ারাবাজারের মিরধারপুর গ্রামের উস্তাদ আলী ছেলে।এসময় চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত (ক) ০১ (এক) টি নীল রংয়ের YAMAHA. R15 ১৫৫ সিসি চোরাই মোটর সাইকেল যাহার রেজিষ্ট্রেশন নং- সিলেট ল-12-0893, ইঞ্জিন নং-G3K5E0070294 এবং চেসিস নং-ME1RG5251K0006733, (খ) ০১ (এক) টি নীল রংয়ের Redmi মোবাইল ফোন, যাহার সীম নাম্বার-01315-986567, IMEI- 869869041645365, (গ) ০১ (এক) টি I phone (s) যাহার সীম নাম্বার- 01315-979993, IMEI- 35577207757233।
গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান সোহাগ দীর্ঘ দিন থেকে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সাথে জড়িত বলে জানা যায়।
এতথ্য নিশ্চিত করেছেন মিডিয়া উইং ৭এপিবিএন সিলেটের এএসআই মোঃ পাবেল।
এস আই (নিঃ) মোঃ আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন।