ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

লাইভে ছাত্রলীগ নেতার আ’ত্ম-হত্যা’র চেষ্টা, বাঁচাল পুলিশ

Screenshot 20231002 011804 Gallery - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রাজধানীর রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ফরিদ ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা চালান। পরে রুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি বলেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) থেকে ফোন করে জানানো হয়, রামপুর থানা ছাত্রলীগের এক নেতা আত্মহত্যার চেষ্টা করছেন। পরে দ্রুত তার বাসার ঠিকানা ম্যানেজ করে দরজা ভেঙে তাকে উদ্ধার করি। পরে মুমূর্ষু অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগের অবজারভেশনে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন এ বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারিনি। বিস্তারিত পরে জানানো হবে।

খালিদ সাইফুল্লাহ ফরিদের ফেসবুকে দেখা যায়, আত্মহত্যার চেষ্টা করার ২ ঘণ্টা আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি আর ফিরব না তোমাদের ঐ অভিনয়ের শহরে চলে যাচ্ছি অনেক দূরে…’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ