
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :দেশে গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে ৩৯৬ জন। এখন পর্যন্ত এই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১ হাজার ৬ জনের। স্বাস্থ্য অধিদফতরের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এর আগে আগস্টে ডেঙ্গুতে ৩৪২ জন , জুলাইয়ে ২০৪ জনের মৃত্যু হয়।
মৃত্যুর পাশাপাশি হাসপাতালে ভর্তির রেকর্ডও হয়েছে সেপ্টেম্বরে। মাসটিতে এ যাবৎকালের সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে আগস্টে ভর্তি হয়েছিলেন ৭১ হাজার ৯৭৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ ৫২ হাজার ২৩৭ জন রোগী ছিল ২০১৯ সালের আগস্টে। এরপর আর এত রোগী এক মাসে পাওয়া যায়নি।
এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত রোগীর ৭৯ শতাংশই মারা গেছে হাসপাতালে ভর্তির ৩ দিনের মধ্যে। গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ডেঙ্গুতে মারা যাওয়া ৯৬ জনের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।