ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকার একটি বাসা থেকে ৩ মাসের শিশুকে চুরি করে নিয়ে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সিটি করপোরেশনের ৪০নম্বর ওয়ার্ডের পালপুর গ্রামের আব্দুল কাইয়ূম ও শাম্মী বেগম দম্পতির সন্তানকে চুরি করা হয়। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয় শিশু সাহারা বেগমের মরদেহ। ঘটনার পর থেকে কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ।
শিশুর বাবা আব্দুল কাইয়ূম জানান, তিনি বাজার করার জন্য স্থানীয় হবিনন্দী বাজারে যান। তখন মেয়ে চুরি হয়েছে বলে খবর পান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে বাড়ির পুকুর থেকে মরদেহ পাওয়া যায়।
শিশু সাহারার চাচা আবুল কালাম জানান, শিশুর খোঁজে মসজিদে ও বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। চোর তার ভাতিজিকে নিয়ে পালাতে না পেরে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পুকুরে ফেলা দিতে পারে।
শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন জানান, কে বা কারা শিশুকে চুরি করে বাড়ির পুকুরে ফেলে দিয়ে হত্যা করেছে তার তদন্ত চলছে। এখনও কাউকে আটক করা যায়নি।