
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামী। বিশ্বের কোন সাজাপ্রাপ্ত আসামী বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পেরেছেন? সরকারপ্রধান হিসেবে আমার যতটুকু ক্ষমতা ছিল সেই অনুযায়ী তাকে বাসায় থেকে চিকিৎসা করার সুযোগ দিয়েছি। এখন যদি তাকে বিদেশে যেতে হয়, তাহলে আমি বাসায় থাকার যে পারমিশনটা দিয়েছিলাম তা উইথড্র করতে হবে। তাকে আবার জেলে যেতে হবে। কোর্টে যেতে হবে। কোর্ট যদি অনুমতি দেয় তাহলে তিনি যেতে পারবেন।
ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমোদন দেয়া প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি, তার দল ও সরকার যখন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘ লড়াই করে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ও অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেছেন ও বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে তখন হঠাৎ কেন এধরণের স্যাংশন তা তিনি জানেন না।
তিনি আরো দাবি করেন যে, বাংলাদেশেই এখন অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়েছে, তাই ভিসা স্যাংশন এর ফলে যদি (বাংলাদেশিরা) আমেরিকাতে আসতে না পারে তাতে কিছু যায় আসে না।