ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

আল নাসরকে জেতালেন রোনালদো

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সৌদি প্রো লিগে জয়ের ধারায় আল নাসর। ক্রিস্তিয়ানো রোনালদোর শেষ দিকের গোলে আল তাইকে ২-১ গোলে হারিয়েছে তারা। এতে লিগে টানা ষষ্ঠ ম্যাচ জিতল আল নাসর। আট ম্যাচে ছয় জয়ের সঙ্গে দুই হার।

২০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।
প্রতিপক্ষের মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল আল নাসরই। ৩২ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে নাসরকে এগিয়ে নেন অ্যান্ডারসন তালিসকা।

এই অর্ধে আর গোল হয়নি। ৭৯ মিনিটে সমতা ফেরায় আল তাই। গোল করেন ভার্গিল মিসিডান। ৮৪ মিনিটে বক্সের ভেতরে রোনালদোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সেই পেনাল্টি থেকেই জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা। সাত ম্যাচ খেলে রোনালদোর এটি দশম গোল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ