ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

চুনারুঘাটে ভারতীয় গরু ও মাদকসহ আটক ৩

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে ইয়াবা ও গাঁজা সহ আম্বিয়া খাতুন(৩৫) নামে নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃত আম্বিয়া চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আব্দুল আজিদের স্ত্রী।

এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন জানান, ২৪ সেপ্টেম্বর সকালে সুন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা সহ আম্বিয়া খাতুনকে আটক করা হয়। এসময় ডিবি পুলিশের উপস্থিত টের পেয়ে তার স্বামী আব্দুল আজিদ পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত আম্বিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা স্বামী স্ত্রী দুজন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অপরদিকে একই সময়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রিয়াজ উদ্দিন ও সোহেল রানাসহ একদল ডিবি পুলিশ ভারত সীমান্তের চুনারুঘাট উপজেলার চিমটিবিল খাস এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৮টি গরু ও একটি পালসার মোটরসাইকেল সহ দু’জনকে আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন: উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আব্দুল নুরের পুত্র আব্দুল হামিদ (৫০), একই ইউনিয়নের চিমটিবিল খাস এলাকার মৃত মোঃ নুরুল হকের পুত্র আব্দুল কাদের (২৭)।

এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ