ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

বড়লেখায় হতদরিদ্র পরিবারকে প্রতাপগড় ফাউন্ডেশনের ঘর উপহার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৌলভীবাজারের বড়লেখায় মানবতার সেবায় পরিচালিত প্রতাপগড় ফাউন্ডেশনের পক্ষ থেকে হত দরিদ্র এক গৃহহীন পরিবারকে নতুন একটি পাকা ঘর উপহার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রতাপগড় ফাউন্ডেশন সিলেট শাখার প্রচার সম্পাদক আল আমিনুর রাজা চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের পরিচালক প্রবীণ রাজনীতিবিদ মুজিবুর রাজা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, পৌর কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহেদ ও ব্যবসায়ী আবু চৌধুরী প্রমুখ।

প্রতাপগড় ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনজুর রাজা চৌধুরীর সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত অতিথিবৃন্দ পানিধার গ্রামের হাফেজ শিব্বির আহমদ ও তার পরিবারের নিকট নতুন ঘরের চাবি হস্তান্তর করেন।

উল্লেখ্য, মানবতার সেবায় পরিচালিত প্রতাপগড় ফাউন্ডেশন নিরবে নিভৃতে দীর্ঘদিন থেকে মানবিক কল্যাণে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বড়লেখায় হাফেজ শিব্বির আহমদকে নতুন ঘর প্রদান করে। ঐ ঘর পেয়ে আবেগে আপ্লূত হয়ে উপকারভোগী শিব্বির আহমদ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাসহ সকলের প্রতি দোয়া কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ