ইউকে শনিবার, ২৭ জুলাই ২০২৪
হেডলাইন

সিলেট মহানগর মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট মহানগর শাখার ১ম ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ গত ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট মহানগর কমিটির সভাপতি পদে এডভোকেট মোঃ আব্দুল মালিক ও সাধারণ সম্পাদক সম্পাদক পদে মোঃ ছালেহ আহমদ নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও এক ঝাক পায়রা উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল জব্বার জলিল। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান আর্নিক ও জানে আলম সেলিম, সহ-সম্পাদক ফয়জুর রহমান, তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক শাহিদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিঃ কমল, কেন্দ্রীয় সদস্য তৌফিক বাবু।

সম্মেলনে সভাপতিত্ব করেন আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট মহানগর কমিটির আহবায়ক এডভোকেট মোঃ আব্দুল মালিক। সম্মেলন সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ ছালেহ আহমদ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৎস্যজীবী লীগ নেতা মোঃ শাহিন মিয়া, কবির আহমদ ময়না, জয়নাল আহমদ জানু, আব্দুল আহাদ ও মাওলানা রমিজ উদ্দিন প্রমুখ।

সম্মেলনে জাতীয় নেতৃবৃন্দ আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন। নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের সরকারের বিকল্প নেই। নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে যোগ্য প্রার্থী হিসেবে মনোনয় দিবেন তাদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com