ইউকে শনিবার, ২৭ জুলাই ২০২৪
হেডলাইন

একসঙ্গে পৃথিবীর মায়া ছাড়ল দুই বোন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সম্পর্কে দু’জন চাচাতো বোন। একই বছর জন্ম তাদের। সেই থেকে স্কুলে যাওয়া, খেলাধুলা সবই ছিল একসঙ্গে। এমনকি দুই বোন দুনিয়া ছেড়ে চলেও গেল একইসঙ্গে।

বাইদ জমিতে পানিসেচে ‘মাছ ধরার নেশা’ ছিল দু’জনের। হয়তো স্কুল বন্ধের দিন শনিবার ‘মাছ ধরতে’ বাড়ির পাশের পুকুরে নেমেছিল তারা।

শনিবার রাত ১০টার দিকে লাশ দুটি উদ্ধারের সময় পুকুর পাড়ে উপস্থিত লোকজনের মুখ থেকে এসব কথাই ভেসে আসছিল।

নিহত মীম আক্তার (৯) ও ঝুমা আক্তারের (৯) বাবা দুই ভাই। মীম আক্তার কামরুল ইসলামের ও ঝুমা আক্তার বাবুল মিয়ার মেয়ে।

দু’জনই হতেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, মীম ও ঝুমা শনিবার দুপুরে খাবার শেষে খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় স্থানীয় মসজিদের মাইকে নিখোঁজের ঘোষণা দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ১০টার দিকে পাশের পুকুরে জাল ফেলে লাশ দুটি উদ্ধার করেন স্থানীয়রা।

প্রতিবেশী তৌহিজ উদ্দিন বলেন, দুই চাচাতো বোনের সম্পর্ক ছিল যমজের মতোই। একই ক্লাসে পড়ত তারা। জীবনের পথচলায় তাদের অনেক মিল ছিল। এভাবে শিশু দুটির মৃত্যু সত্যি মেনে নেওয়া কষ্টকর।

হতেয়া-রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন খানের ভাষ্য, ঘটনা জানতে পেরেই এলাকায় মাইকিং করা হয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হয়। রাত ১০টার দিকে পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com