ইউকে শুক্রবার, ৪ জুলাই ২০২৫
হেডলাইন

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত মোল্লা ফজলু গ্রেফতার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত ডাকাত মোল্লা ফজলু গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সিলেট জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত, সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১৬ সেপ্টম্বর) রাত পৌনে একটায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এক চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, গোলাপগঞ্জ জিআর- ১৮১/১৮ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী ৮ নং ভাদেশ্বর ইউপির অন্তর্গত পশ্চিমভাগ সাকিনস্থ আখমল আলীর ছেলে মোল্লা ফজলুকে তাহার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর রেকর্ড পর্যালোচনায় একাধিক ডাকাতি মামলা তথ্য পাওয়া যায়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার মোঃ সম্রাট তালুকদার। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ