ইউকে মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
হেডলাইন

সেন্ট্রাল ডেন্টাল কলেজের ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বিশিষ্ট চিকিৎসক আল আমিন এসোসিয়েটস-এর চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ ওয়াহিদ বলেছেন, প্রত্যেক মা বাবা চান তার সন্তান ভালো মানুষ হোক। ভালো মানুষেরাই সুন্দর সমাজ উপহার দিতে পারে। তাই মা বাবার প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে। চিকিৎসক হবার সাথে সাথে, ভালো মানুষ হতে হবে এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। একই সাথে পেশাগত মর্যাদা অক্ষুন্ন রাখার ব্যাপারে শিক্ষার্থীদেরকে সচেতন থাকতে হবে।

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল বৃহস্পতিবার শাহজালাল উপশহরস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মোঃ তাফাজ্জুল ইসলাম। কলেজের সহকারী অধ্যাপক ডা. ফারিজা সাবরীনের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও আল আমিন এসোসিয়েটস-এর এমডি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, আমিন এসোসিয়েটস-এর ফিন্যান্স ডাইরেক্টর ডা. সুলাইমান আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী বলেন, আমাদের মুল লক্ষ্য এক ঝাঁক দক্ষ চিকিৎসক সমাজকে উপহার দেয়া। সেই লক্ষ্য নিয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ কাজ করছে।

অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. এম এ রকিব, ডা. রুবেল আহমদ, ডা. হাবিবা কামাল, শিক্ষার্থীদের পক্ষে থেকে শাহ সাফওয়ান আহমেদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে ডা.বদরুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com