ইউকে শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
হেডলাইন

হ্যানয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ছাড়া এ ঘটনায় ৫০ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।জীবিতদের উদ্ধারের জন্য অভিযান চলছে।

সরকারি ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা নিয়ন্ত্রণে আসে। খবরে আরো বলা হয়েছে, ৯ তলা ভবনটিতে আগুন লেগে ১২ জন মারা যায়।

ওই ভবনে ১৫০ জন মানুষ বাস করত। ভবনটি হ্যানয়ের দক্ষিণ-পশ্চিমের আবাসিক এলাকার একটি সরু গলিতে অবস্থিত। ভিয়েতনামের সংবাদ সংস্থা আরো জানিয়েছে, ‘কর্তৃপক্ষ প্রায় ৭০ জনকে উদ্ধার করেছে। মৃতদেহ এবং আহতসহ ৫৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে কর্তৃপক্ষ এখনও মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে পারেনি। ভিএন এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ওয়েবসাইট জানিয়েছে, হাসপাতালগুলো কমপক্ষে ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
টেলিভিশনের একটি ফুটেজে দেখা যায়, রাতে মই ও অন্যান্য সরঞ্জাম নিয়ে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। দিনের বেলা ভবনটি থেকে ঘন এবং গাঢ় ধোঁয়া বের হতে দেখা যায়।

এএফপি নিউজ এজেন্সি বলেছে, ভবনের ছোট বারান্দাগুলোতে লোহার গ্রিল লাগানো এবং ভবন থেকে বের হওয়ার রাস্তা মাত্র একটি। ভবন থেকে বের হওয়ার বিকল্প কোনো পথ নেই। ভবনের কাছেই বসবাসকারী একজন নারী এএফপিকে বলেছেন, ‘অ্যাপার্টমেন্টটি এতটাই বদ্ধ যে মানুষের পক্ষে বের হওয়া অসম্ভব। আমি সাহায্যের জন্য অনেক চিৎকার শুনেছি। কিন্তু আমরা তাদের খুব বেশি সাহায্য করতে পারিনি।’

অপর একজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন থেকে বাঁচতে একটি ছোট শিশুকে উঁচু তলা থেকে ছুড়ে নিচে ফেলা হয়। তিনি বলেন, ‘আমি ঘুমাতে যাচ্ছিলাম। তখন পোড়া গন্ধ পাই। বাইরে গিয়ে দেখি আগুন লেগেছে।’ তিনি আরো বলেন, ‘ধোঁয়া সর্বত্র ছড়িয়ে ছিল। ছোট একটি ছেলেশিশুকে উঁচু থেকে নিচে ছুড়ে ফেলা হয়েছিল। আমি জানি না সে বেঁচেছিল কি না? যদিও সাহায্যকারীরা তাকে ধরার জন্য গদি ব্যবহার করেছিল।’

পুলিশ আগুন লাগার কারণ অনুসন্ধান শুরু করেছে। ভিয়েতনাম সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি মারাত্মক অগ্নিকাণ্ডের সম্মুখীন হয়েছে। এর আগে, একটি তিনতলা বারে আগুন লেগে ৩২ জনের মৃত্যু হয়েছিল। সেই অগ্নিকাণ্ডে ১৭ জনের মতো মানুষ আহত হয়েছিল। দেশটির হো চিন মিন সিটিতে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুন লেগে ২০১৮ সালে ১৩ জন মারা গিয়েছিল। এ ছাড়া ২০১৬ সালে হ্যানয়েতে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com