ইউকে রবিবার, ১ অক্টোবর ২০২৩
হেডলাইন

সুদানে ড্রোন হামলায় ৪০ জনের প্রাণহানি

SUDAN samakal 64fe7c071c768 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :গৃহযুদ্ধে বিপর্যস্ত উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০ জন।

কুরো মার্কেট এলাকায় রোববার সকালের এই হামলা সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে যুদ্ধের অংশ বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। খবর আল-জাজিরার।

গত এপ্রিলে সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এরপর দুই বাহিনী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করতে চেয়েছিলেন সেনাপ্রধান বুরহান। এতে হামদান দাগলো বাধা দিলে লড়াই শুরু হয়।

লড়াইয়ে এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। রোববারের ড্রোন হামলাটি দ্বন্দ্ব শুরু হওয়ার পর বেসামরিকদের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com