ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সালু‌টিকর ডি‌গ্রি ক‌লে‌জের অধ্যক্ষের মাতৃ‌বি‌য়ো‌গে শিক্ষক-কর্মচারী‌দের শোক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের সালু‌টিকর ডি‌গ্রি ক‌লে‌জের অধ‌্যক্ষ মোঃ শা‌কির উ‌দ্দি‌নের মাতা শুক্রবার (১ সে‌প্টেম্বর) রাত ১১ টা ৪০মিনি‌টে ই‌ন্তেকাল ক‌রেন।মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ক‌লে‌জের প্রভাষক-কর্মচারীবৃন্দরা।

শনিবার (২ আগস্ট) এক শোকবার্তায় মরহুমার বি‌দেহী আত্মার মাগ‌ফিরাত কামনা ক‌রেন ও শোক সন্তপ্ত প‌রিবা‌রের প্রতি গভীর সম‌বেদনা জ্ঞাপন ক‌রেন।

শোক জ্ঞাপনকারীরা হ‌লেন, মোঃ আজমল হো‌সেন রায়হান, সা‌লেহ আহমদ, সুশান্ত কুমার দাস, মোঃ হা‌লিমুর রহমান, মোঃ জামাল হোসাইন, মোছাঃ ম‌নোয়ারা বেগম লস্কর, মোঃ জয়নাল আ‌বেদীন, মোহাম্মদ খায়রুল আ‌মিন, রীমা আক্তার জেছ‌মিন, আবু সাইদ মোঃ আব্দুল্লাহ, তপন চন্দ্র পাল, মোঃ খ‌লিল আহমদ, মোঃ ওয়া‌হেদ আলী, কর্মচারী‌দের ম‌ধ্যে এনামুল হক চৌধুরী, মোঃ হা‌লিমুর রশিদ, সু‌ফিয়া খাতুন, কুতুব উ‌দ্দিন, আব্দুৃল হা‌মিদ, কাইয়ুম উ‌দ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ