ইউকে শনিবার, ৫ জুলাই ২০২৫
হেডলাইন

আলী আশরফের ২৩তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, দেশের প্রান্তিক জনপদ রত্মাগর্ভা সিলেট অঞ্চলে যুগে যুগে জন্ম নিয়েছেন অগণিত গুণীজন। যাদের কর্মের মহিমায় এ অঞ্চল তথা দেশের মাটি ও মানুষ ধন্য হয়েছে। এসব কৃতি পুরুষদের অনুকরণীয় জীবন অবদানকে নতুন প্রজন্তের কাছে তুলে ধরতে হবে। আমাদের স্বার্থেই তাদের কর্মের মূল্যায়ন করতে হবে।

সিলেটে সাহিত্য সংস্কৃতির বিকাশে আলী আশরফের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, এর প্রমাণ মুসলিম সাহিত্য সংসদের প্রায় একশটি সাহিত্য সভা তার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এই বাড়ীতে কবি রবীন্দ্রনাথ, সুভাষ বসু, বিদ্রোহী কবি নজরুল, বিশিষ্ট উপন্যাসিক হুমায়ুন আহমদ সহ অনেক কবি, সাহিত্যকের আগমন ঘটেছে।

তিনি গত ৩১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল ইসলাম একাডেমীর হল রুমে সিলেট যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে সিলেটের সর্বজন শ্রদ্ধের সাবেক যুগ্ম সচিব, প্রথম বাঙ্গালী বৈমানিক, বৃটিশ রয়েল এয়ার ফোর্স খেতাবদারী, বিশিষ্ট আইনজীবী ও বৃক্ষপ্রেমিক এ.এস.এম আলী আশরফ এর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির উপরোক্ত কথাগুলো বলেন। স্মরণ সভায় বক্তাগণ প্রথম বাঙ্গালী বৈমানিক ও বৃটিশ রয়েল এয়ার ফোর্স খেতাবদারী সাবেক যুগ্ম সচিব এ.এস.এম আলী আশরফের মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনের দাবী জানান।

সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরুর সভাপতিত্বে ও জাতীয় যুব পদকপ্রাপ্ত, যুব উদ্যোক্তা ও সংগঠক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় এ.এস.এম আলী আশরফ এর স্মরণে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক।

সিলেট যুব উন্নয়ন পরিষদের সদস্য মাওলানা ইসা তালুকদার এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ শেপুল, ১, ২ ও ৩নং ওয়ার্ড এর সংরক্ষিত কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর কর্মকর্তা আমিনুজ্জামান চৌধুরী, মাসিক শাহজালাল পত্রিকার সম্পাদক রুহুল ফারুক,চেতনা যুব পরিষদের সভাপতি জুলকার নায়েন, সিলেট জেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি মোঃ মুহিবুর রহমান।

স্মরণ সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ জনকল্যাণ সমিতির আহবায়ক প্রিন্স বাহার চৌধুরী, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, জাউফ সভাপতি সাদ উদ্দিন খান, সহ সভাপতি আরশ আলী খান, সাংবাদিক জাহাঙ্গীর খান, দক্ষিণ সুরমা নারী উন্নয়ন সংস্থার সভাপতি তাহমিনা সুলতানা, দেশ যুব সংগঠন এর সভাপতি মোঃ কামাল মিয়া, জেবি গার্মেন্টস এর পরিচালক জুবের আহমদ, মোঃ রফিকুর রহমান, নারী উদ্যোক্তা কেয়া আহমেদ।

উপস্থিত ছিলেন রুহেনা আক্তার ফাহমিদা, সুমিত বৈদ্য, মোঃ আলা উদ্দিন জালালী, আবিদ আহমেদ, ফরহাদ আহমদ, আয়শা সিদ্দিকা, লিজা বেগম, নুরুজ্জামান, তুষার কান্তি চন্দ,শিল্পী আনোয়ার সরকার, ফারহানা বেগম, মাইমুন নিছা, ফাতেমা জান্নাত তুলি, আকবর আহমদ অয়ন, মোঃ মনির মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা মোঃ মুঈনুল ইসলাম। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ