ইউকে শনিবার, ৫ জুলাই ২০২৫
হেডলাইন

শাবিতে ‘পিএসএস’ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ ‘পিএসএস’ বিভাগের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পিএসএস বিভাগের ৩০০১ নং কক্ষে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। এসময় বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র অধ্যাপক অধ্যাপক ড. দিলারা রহমান, অধ্যাপক ড. জায়েদা শারমিন, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. শাহাবুল হক, সহকারী অধ্যাপক ফাখরুছ ছালাম, সহকারী অধ্যাপক এমদাদুল হক, সহকারী অধ্যাপক হাজেরা আক্তার।

বিভাগীয় প্রধান বলেন, নবীনদের উদ্দেশ্য বলতে চাই বিশ্ববিদ্যালয় বড় একটা জায়গা, এখানে তোমার সবকিছু করার স্বাধীনতা রয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ সেটা তোমার নিজেকে বুঝতে হবে। অনেক কিছু করার সুযোগ থাকলেও সবকিছু করার দরকার নেই। আমি আশা রাখব তোমরা সবসময় সবকিছুতে তোমদের বিভাগের সম্মান বয়ে আনবে। সর্বশেষ আমি তোমাদের উজ্জ্বল ভবিষৎ কামনা করি। এছাড়াও তিনি নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ