ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

মাধবপুরে গণপাঠাগারের প্রতিষ্টাবার্ষিকী পালিত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে পিয়াইম গণপাঠাগারের দ্বিতীয় প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে পাঠাগারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
পিয়াইম গণপাঠাগারের প্রধান উপদেষ্টা ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী,হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহান আরা খাতুন,অধ্যাপিকা শওকত আরা চৌধুরী,হবিগঞ্জ পাবলিক লাইব্রেরীর সহকারী পরিচালক সাইফুল ইসলাম, কথা সাহিত্যিক আখতার উজ্জামান সুমন, এডভোকেট আবরার আহমেদ চৌধুরী,এডভোকেট আবু তাহের,এডভোকেট জসিম উদ্দিন,সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, পাঠাগার পরিচালনা পরিষদের সভাপতি মিসবাহ উদ্দিন চৌধুরী ও সাংবাদিক জামাল নাসের প্রমুখ।শুরুতে পিয়াইম গণপাঠাগারের প্রতিষ্টাতা ও সাধারণ পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ডঃ প্রদীপ রায়হান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান বলেন, ‘এ ধরণের প্রত্যন্ত একটি গ্রামে এমন সুন্দর একটি পাঠাগার দেখে আমি অভিভূত।এর উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।আমার বিশ্বাস এই পাঠাগারের পরিসর ভবিষ্যতে আরো বাড়বে।বই হচ্ছে জ্ঞানের বাহন।জ্ঞান আহরণে আমাদের বইমুখী হতেই হবে।নতুন প্রজন্মের পাঠ্যাভ্যাস বৃদ্ধিতে পিয়াইম গণপাঠাগার স্থানীয় অঙ্গনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।আমি এই পাঠাগারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।’ আলোচনা অনুষ্টানটি সঞ্চালনা করেন কবি মোস্তফা কামাল।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ