ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর কারামুক্তি উপলক্ষে এক গণসংবর্ধনা অনুষ্ঠান ১ সেপ্টেম্বর শুক্রবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি হাফিজ আব্দুল মালিক এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর।
সংবর্ধিত অতিথির বক্তব্যে রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক। জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকসা মালিক শ্রমিক কল্যাণ পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, সিসিকের ১০নং ওয়ার্ড শাখার সভাপতি খাজা মিয়া, শাহপরান থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিলেট জেলা কৃষি শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট থানা মৎসবীজী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন বিরাই, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, প্রচার সম্পাদক বাহার উদ্দিন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, সুবিদবাজার শাখার সভাপতি আক্কাস আলী, শাহীঈদগাহ শাখার সভাপতি আলমগীর হোসেন সালমান, বালুচর শাখার সভাপতি জহুরুল ইসলাম, মজুমদার পাড়া শাখার সভাপতি আব্দুল জব্বার, কানিশাইল শাখার সাধারণ সম্পাদক রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি লায়েক আহমদ, চৌখিদেখী শাখা সভাপতি মোবারক আলী, সাদাপাড়া শাখা সভাপতি আইয়ুব আলী প্রমুখ। এছাড়াও অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আজিজুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠান বক্তারা বলেন, হামলা মামলা আর নির্যাতন করে শ্রমজীবী শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা। মিথাকে পিছনে ফেলে বিশিষ্ট শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক এর কারামুক্তির মাধ্যমে সত্যের বিজয় নিশ্চিত হয়েছে। বক্তারা বলেন, শ্রমিকরা কখনো অন্যায় ও অপরাধের সাথে জড়িত থাকেনা, পরিশ্রমের মাধ্যমে হালাল জীবীকা নির্বাহ করে সৎভাবে জীবন যাপন করছেন। বক্তারা জীবিকা অর্জনের পাশাপাশি আখেরাতের কল্যাণে ইসলামের আলোকে জীবন গঠনের জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান।