ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নগরীর নাইওরপুল এলাকায় ছাত্রলীগ পরিচয়ে পিকআপ চালককে ছুরিকাঘাত করে গরু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে মহানগরীর নাইওরপুল এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনার পর বেশ কিছু সময় নাইওরপুল-সোবহানিঘাট সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। পরে কোতোয়ালি মডেল থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গরুর মালিক সূত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকা থেকে পিকআপে করে ৬ টি গরু নিয়ে যাচ্ছিলেন তিনি। পিকাপটি নগরীতে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ, বি ও সি ইউনিটের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিন ইউনিট মিলিয়ে মোট ২ হাজার ৫০টি আসনের বিপরীতে কোটা ব্যতিত ১ হাজার ৮৪১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে এখনো ২০৯টি আসন ফাঁকা রয়েছে। এদিকে আসন ফাঁকা থাকা অবস্থায় আগামীকাল (২ সেপ্টেম্বর) শনিবার থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার আগেই গত রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ক্লাস শুরুর বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিভাগসমূহের পক্ষ থেকে নিয়মিত ক্লাসের সময়সূচি শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।
ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম বলেন, ২৭-২৯ আগস্ট স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। চূড়ান্ত ভর্তি শেষে এখনো ২০৯টি আসন ফাঁকা রয়েছে। পরবর্তী মেরিট প্রকাশের বিষয়টি গুচ্ছের ভর্তি কমিটির ওপর নির্ভর করছে। তারা সিদ্ধান্ত দিলে আমরা বাকি আসন পূরণে শিক্ষার্থী ভর্তি নেবো।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সেশনজট কাটিয়ে উঠতে আমরা গত বছরের তুলনায় অনেক আগেই ক্লাস শুরু করছি। র্যাগিং এর বিরুদ্ধেও আমরা সর্বদা সোচ্চার রয়েছি। আমাদের অ্যান্টি র্যাগিং কমিটি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ, বি ও সি ইউনিটের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিন ইউনিট মিলিয়ে মোট ২ হাজার ৫০টি আসনের বিপরীতে কোটা ব্যতিত ১ হাজার ৮৪১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে এখনো ২০৯টি আসন ফাঁকা রয়েছে। এদিকে আসন ফাঁকা থাকা অবস্থায় আগামীকাল (২ সেপ্টেম্বর) শনিবার থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার আগেই গত রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ক্লাস শুরুর বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিভাগসমূহের পক্ষ থেকে নিয়মিত ক্লাসের সময়সূচি শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।
ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম বলেন, ২৭-২৯ আগস্ট স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। চূড়ান্ত ভর্তি শেষে এখনো ২০৯টি আসন ফাঁকা রয়েছে। পরবর্তী মেরিট প্রকাশের বিষয়টি গুচ্ছের ভর্তি কমিটির ওপর নির্ভর করছে। তারা সিদ্ধান্ত দিলে আমরা বাকি আসন পূরণে শিক্ষার্থী ভর্তি নেবো।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সেশনজট কাটিয়ে উঠতে আমরা গত বছরের তুলনায় অনেক আগেই ক্লাস শুরু করছি। র্যাগিং এর বিরুদ্ধেও আমরা সর্বদা সোচ্চার রয়েছি। আমাদের অ্যান্টি র্যাগিং কমিটি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
প্রবেশ করলে মোটরসাইকেলে করে কয়েকজন যুবক নিজেদের ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে এসে গাড়ি আটকে একটি গরু ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় পিকআপ চালককে ছুরি দিয়ে আঘাত করে তারা।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে রাতে নাইওরপুল-সোবহানিঘাট সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এসময় পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পরেন শ্রমিক নেতারা। পরে পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে রাত ১টার দিকে স্বাভাবিক হয় যান চলাচল।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক একটি গরু ছিনতাই করে।আমরা ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছি।