ইউকে শনিবার, ২৭ জুলাই ২০২৪
হেডলাইন

ব্যাটিং বিপর্যয়ে ১৬৪ রানেই শেষ বাংলাদেশ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শুরু থেকেই একের পর এক ভুল। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও একাই লড়াই করে গেছেন নাজমুল হোসেন শান্ত। তবে ১২২ বল খেলেও সেঞ্চুরির দেখা পাননি তিনি। ৮৯ রানেই থামতে হয়েছে। শান্ত ছাড়া সব ব্যাটাররাই লঙ্কান বোলারদের সামনে ধুঁকেছে। শেষ পর্যন্ত ১৬৪ রানেই সবকটি উইকেট হারিয়েছে শিরোপার লক্ষ্যে এশিয়া কাপ খেলতে যাওয়া টিম বাংলাদেশ। এশিয়া কাপের প্রথম ম্যাচে লঙ্কান বাঁধা পার হতে এই রানের মধ্যেই আটকাতে হবে তাদের। যা বাংলাদেশের জন্য বেশ কঠিনই বটে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। মাহিশ থিকশানার মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারি ভুল লাইনে খেলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তানজিদ। দুই বল খেলে ‘ডাক’ সঙ্গে নিয়ে ফেরেন তিনি। এরপর সামনে এগিয়ে ধনাঞ্জয়া ডি সিলভাকে বড় শট খেলতে চেয়েছিলেন নাঈম। তবে সেই শটে ছিল না নিয়ন্ত্রণ, নিশাঙ্কার তালুবন্দি হয়ে মাত্র ১৬ রানেই বিদায় হন টাইগার ওপেনার।

দুই ওপেনারের দ্রুত বিদায়ে সাকিবের ব্যাটের দিকে তাকিয়ে ছিল দল। অধিনায়ক সাকিব আল হাসানও থিতু হতে পারেননি উইকেটে। ১১তম ওভারের চতুর্থ বলে পাথিরানার বলে আলগা খোচাতে উইকেট হারান সাকিব। কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে সাকিব ফিরেছেন ১১ বলে ৫ রান করে।

৩৬ রানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশকে টেনে তুলছিলেন নাজমুল শান্ত-হৃদয়। তাদের ব্যাটে বড় স্কোরের আশা দেখছিল বাংলাদেশ। তবে দলীয় ৯৫ রানে হৃদয়ের বিদায়ে ভাঙে এই জুটি। চতুর্থ উইকেটে দুজন ৫৯ রান তুলেছেন। হৃদয় ফিরেছেন ২০ রানে। এর আগে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তোলেন শান্ত।

শান্তকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশফিকও। পাথিরানার বলে ১২ রানে জীবন পেয়েছিলেন। এক রান করতেই সেই পাথিরানার ফাঁদেই পা দিলেন দলের ডিপেন্ডেবল এই ব্যাটার। শর্ট লেংথের বলে থার্ড ম্যানে ক্যাচ হয়ে সাজঘরে ফেরার আগে ২২ বলে ১৩ রান করেন মুশফিক। তার বিদায়ে ভাঙে শান্তর সঙ্গে গড়া ৫৩ বলে ৩২ রানের পঞ্চম উইকেট জুটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com