ইউকে বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
হেডলাইন

সিলেটে বিএসটিআই-র‍্যাব যৌথ মোবাইল কোর্ট, এক লক্ষ টাকা জরিমানা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্যের গুনগত মান নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে সিলেটে বিএসটিআই-র‍্যাব -৯ যৌথ ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করেছে।
বুধবার ( ৩০আগস্ট) মেসার্স মধুফুল ফুড প্রোডাক্টস, বিসিক শিল্প নগরী, গোটাটিকর, সিলেটকে এই জরিমানা করা হয়।

মধুফুল ফুড প্রোডাক্টস উৎপাদিত ঝুড়ি টোস্ট, কলা টোস্ট, ড্রাই টোস্ট, ড্রাই কেক বিস্কুট, বেকারি বিস্কুট এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে মান চিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং ঝুড়ি টোস্ট, কলা টোস্ট, ড্রাই টোস্ট, ড্রাই কেক বিস্কুট, বেকারি বিস্কুট ভ্যারিয়েন্টসমূহ এবং চিড়া ভাজা ও নিমকি পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির শাহ, র‍্যাব এর সদস্য বৃন্দ এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, সিলেটের কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সহকারী পরিচালক (মেট্রোলজি) ও মোঃ আল আমিন প্রমুখ।

বিএসটিআই সিলেট বিভাগীয় কর্মকর্তা জানান,জনস্বার্থে সিলেটে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com