ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে নিখোঁজ হওয়া এক বাক প্রতিবন্ধী কিশোরকে কানাইঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ২৯ আগষ্ট) বিকালে কানাইঘাট থানা পুলিশের একটি চৌকস দল বাক প্রতিবন্ধী কিশোর মহিউদ্দীনকে কানাইঘাট হতে উদ্ধার করে।
গত ২৫ আগস্ট দোয়ারাবাজার থেকে বাক প্রতিবন্ধী এই কিশোর নিখোঁজ হয়। বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে সকল থানাকে উদ্ধার তৎপরতা চালাতে নির্দেশ দেন। জেলা পুলিশের ব্যাপক তৎপরতায় স্বল্প সময়ের মধ্যে বাক প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকৃত বাক প্রতিবন্ধী কিশোর মহিউদ্দিনের হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।