ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

শাবিপ্রবি সিঙ্গেল পরিষদ কর্তৃক ১০০ টি বৃক্ষ রোপণ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ক্যাম্পাসের বায়ু, মাটি, গাছ লাগিয়ে করবো খাটি” এ প্রতিপাদ্য-কে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘শাবিপ্রবি সম্মিলিত সিঙ্গেল পরিষদ’ ক্যাম্পাসে ১০০ টি বৃক্ষ রোপণ করেছে।

সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নিউজিল্যান্ড নামক টিলায় এ বৃক্ষ রোপণ করা হয়।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি মো. মমিনুল ইসলাম বলেন, “ক্যাম্পাসের অন্যতম সুনামধন্য একটি সংগঠন হলো শাবিপ্রবি সম্মিলিত সিঙ্গেল পরিষদ। আমরা সকল প্রকার সামাজিক ও উন্নয়নমুলক কাজে জড়িত। তারই ধারাবাহিকতায় আমরা ক্যাম্পসে ১০০ টি গাছ রোপণ করেছি। ক্যাম্পাস সবুজ, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমরা বদ্ধপরিকর।”

এছাড়াও এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাদিক রহমান বলেন, “বর্তমান সময়ে আমরা জলবায়ুর নেতিবাচক দিক লক্ষ করতেছি। জলবায়ুকে আমাদের অনুকূলে রাখতে নিজ নিজ জায়গা থেকে গাছ লাগাতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা ক্যাম্পাসে ১০০ টি গাছ লাগিয়েছি। সবার প্রতি আহবান থাকবে আসুন গাছ লাগাই, পরিবেশ বাচাই।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ