ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তির নাম জয় (২৫), সে ঢাকা মগবাজারের বাসিন্দা ছিল। সোমবার (২৮ আগষ্ট) বেলা আড়াইটায় সাদাপাথর পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয় সাদাপাথরে গোসল করতে নেমেছিল। এ সময় পানির প্রচন্ড স্রোতে সে আর স্থির থাকতে পারেনি। মূহুর্তেই পানির নিচে তলিয়ে যায়। পরে সেখানে উপস্থিত ও তার সাথের লোকজন খোঁজাখুঁজি করে প্রায় ১৫ মিনিট পরে তাকে পায়। সেখান থেকে উদ্ধার করে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিতে থাকা ডাক্তার সাকেরা খাতুন লিপি জানান, পানিতে ডুবে জয় নামে একজনের মৃত্যু হয়েছে।