ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

কুয়েতে দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

image 1200x675 6268cbd98d4dd copy - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : কুয়েতে সড়ক দুর্ঘটনায় আব্দুল আলিম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হন। গতকাল মঙ্গলবার দেশটি আবদালি এলাকায় মোটরসাইকেল ও গাড়ি সংঘর্ষে আব্দুল আলিম ঘটনাস্থলে মারা যান। তার সঙ্গে থাকা আরও দুইজন গুরুত্বর আহত হয়েছেন। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

আব্দুল আলিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের পশ্চিমচাল নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

নিহতের মামা মোহাম্মদ শফি বলেন, ‘আমার ভাগিনা কুয়েতে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গতকাল আব্দুল আলিম ও তার দুই সহযোগী কাজে যাওয়ার জন্য বের হয়েছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। গত ৭ বছর আগে কুয়েতে আসে আমার ভাগিনা। একবারও দেশে যাওয়া হয়নি তার। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠান হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ