ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সুনামগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নি হ ত ১

received 3758179801070418 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই রাস্তা সংলগ্ন সিলেট – সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায়  কাভার্ডভ্যান ও  একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু ঘটেছে। বুধবার (২৩ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সিএনজি চালক ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ গ্রামের জিয়াউল ইসলাম (২৫) ঘটনাস্থলেই মারা গেছেন। এ সময়  সিএনজিতে থাকা আরো ৫ যাত্রী আহত হয়েছেন৷ আহত তিন জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।

জিয়াউল ইসলাম ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ-টেকেরবাড়ি গ্রামের শাহবাজ আলীর পুত্র৷প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,  দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীতগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালিত অটোরিকশার চালক। গাড়িতে থাকা আহত আরো ৫ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জিসান রহমান নাবিক  জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা  ঘটনাস্থল পৌঁছে সিএনজি চালকের মরদের উদ্ধার করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ