
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট মহানগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকায় ডাকাতির চেষ্টাকালে চার (৪) ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১ টায় বন্দরবাজারের রংমহল টাওয়ারের পাশে পরিত্যক্ত পুরাতন জেল কোয়ার্টারের ভিতরে কয়েক জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সিএনজি অটোরিক্সাসহ সমবেত হয়েছে খবর পেয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এর দিক-নির্দেশনা খন্দকার জাফর ইমাম, এসআই নিশু লাল দেসহ পুলিশের একটি দল পরিত্যক্ত পুরাতন জেল কোয়ার্টারের সামনে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আক্তার হোসেন (৩৩), দিদার হোসেন (৩২), সোনা মিয়া (২৬) নজরুল (২২) ।
কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ডাকাতির চেষ্টাকালে আমরা বন্দরবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করেছি। ডাকাতদের সাথে থাকা অজ্ঞাতনামা ৭/৮ জন পালিয়ে যায়।
তিনি বলেন, ডাকাতদের কাছ থেকে ৩টি রাম দা, ১টি চাকু, নাইলনের রশি, হাতলযুক্ত ১টি পুরাতন হাতুড়ি, ২ রোল মোটা স্কচটে, ৫টি কাপড়ের মুখোশ এবং ঘটনায় ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এসআই খন্দকার জাফর ইমাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং-৪৪। আটক আসামীদের আদালতে পাঠানো হয়েছে।