
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কসীয় দর্শনে বিশ্বাসী প্রগতিশীল দল জাতীয় ছাত্রদল’র সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার(২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ মিছিল করে সংগঠনটি।
পরবর্তী গোলচত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা- বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছুদের ভর্তি ফি বৃদ্ধি ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ(পিপিপি) আওতাভুক্ত করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের পরপর দুই বার শ্রমিক মৃত্যু, নিহতদের ক্ষতিপুরণ ও শ্রমিক নিরাপত্তায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের জবাবদিহিতার ব্যাপারের প্রশাসনের নীরব ভুমিকার সমালোচনা করেন তারা।
এছাড়া বক্তারা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা ও অপরাজনীতি রোধে সকলকে আহবান করেন এসময় বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মিলন বিশ্বাস, সহ-সভাপতি শিবানন্দ হাজং ও ওয়াসিম মাহমুদ শাসম, সাধারণ সম্পাদক সজিব আহমেদ প্রমুখ। প্রসঙ্গত, এ লড়াই জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার এ স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭৩ সালের ২৩ শে আগস্ট মাওলানা ভাসানীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় জাতীয় ছাত্রদল।