
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসি রাকিবুল ইসলাম খাঁনের সঙ্গে মাধবপুর উপজেলা প্রেসক্লাব, মাধবপুর প্রেসক্লাব, মাধবপুর মডেল প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩-আগস্ট) দুপুর ১২টায় ওসির সভাকক্ষে এ মতবিনিময় ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়। থানার সেকেন্ড অফিসার শামস-ই-তাব্রীজ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি রাকিবুল ইসলাম খাঁন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ।
পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
আমি নতুন এসেছি,অপরাধ দমনে আপনারা সবাই আমাকে সহযোগীতা করবেন। এ সভায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক “দৈনিক সংবাদ” প্রতিনিধি মোঃ এরশাদ আলী,যুগ্ম আহবায়ক “দৈনিক জনকণ্ঠ” প্রতিনিধি শংকর পাল চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি “দৈনিক আমাদের সময়” প্রতিনিধি মোঃ অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, মাধবপুর মডেল প্রেসক্লাবের আহবায়ক “এশিয়ান টিভির” প্রতিনিধি আজিজুর রহমান জয়,”দৈনিক যুগান্তর ” প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, “দৈনিক দেশরুপান্তর”প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর,” দৈনিক সমকাল”প্রতিনিধি আইয়ুব খাঁন,”দৈনিক বাংলা” প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম,”বাংলা টিভি” প্রতিনিধি হামিদুর রহমান প্রমুখ।এ সময় আরও উপস্থিত ছিলেন-মাধবপুর থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম “দৈনিক ভোরের ডাক” প্রতিনিধি তোফাজ্জল হোসেন,”দৈনিক মানব জমিন” প্রতিনিধি এম এম গউছ,”দৈনিক ঢাকা” প্রতিনিধি নাহিদ মিয়া,সাংবাদিক রাখল দে, সাংবাদিক সাবিনা চৌধুরী, সাংবাদিক মাতু মিয়া প্রমুখ।