ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

ছমর উদ্দিন মানিকের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক 

ছমর উদ্দিন মানিকের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক 
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সিনিয়র  সদস্য, টিলাগড় রাজপাড়া নিবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো: ছমর উদ্দিন মানিক মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন  তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০ টায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ বাদ জোহর টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে মো: ছমর উদ্দিন মানিকের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
অপর এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মহানগর ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ও অত্যন্ত বিনয়ী মিঠুন দত্তের জন্য শোক প্রকাশ করেন। তার বিদেহী আত্মার শান্তি  কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮ টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মিঠুন দত্ত মৃত্যুবরন করে। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও ছাত্রলীগের অসংখ্য বন্ধুদের রেখে গেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ