
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযা সিলেটে করার কথা থাকলে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে জামায়াত।
বুধবার (১৬ আগস্ট) জোহরের নামাজের পর সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে এই জানাযার আয়োজন করতে চেয়েছিলো দলটি। তবে পুলিশের অনমুতি না পাওয়া শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সিলেট জামায়াতের নেতৃবৃন্দ।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করে এ তথ্য জানান।