ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সুনামগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

সুনামগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :যথাযথ মর্যাদায় সুনামগঞ্জে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে (১৫ আগস্ট) জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল এক র্য্যলী জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক নোমান বক্ত পলিন এতে নেতৃত্ব দেন।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীবৃন্দ। সভায় বক্তব্য দেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের আহমদ বখত, যুক্তরাজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুক ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী সহ নেতৃবৃন্দ। এছাড়া সরকারি-বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় শোক দিবসে গভীর শ্রদ্ধা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ