
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের আয়োজনে পৃথক ভাবে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে শোক র্যালি ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) রাহাত বিন কতুব, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসীম, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম, বীরমুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান, অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাধব রায়, মোজাহিদ বিন ইসলাম, আওয়ামীলীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত, মিজানুর রহমান, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সেক্রেটারী আবুল কাসেম, চেয়ারম্যান মিজানুর রহমান, সাংবাদিক এরশাদ আলী, বিআরডিবি চেয়ারম্যান হুমায়ূন কবির প্রমুখ। শোক র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশগ্রহন করেন। পরে মিলাদ ও দোয়া শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।