ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

জগন্নাথপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার:সাড়ে ২৬ লাখ টাকার মামলা

জগন্নাথপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার:সাড়ে ২৬ লাখ টাকার মামলা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারে ৫ জনের বিরুদ্ধে প্রায় সাড়ে ২৬ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

আজ সোমবার সিলেট অঞ্চলের বিদ্যুৎ আদালতে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার চিলাউড়া-হলিদপুর (খান বাড়ি) গ্রামের আকলিছ মিয়া, জুয়েল খান, জলিম খান, বিশম্ভরপুর উপজেলার মথুর কান্দি গ্রামের ইমান আলী, সোহাগ আহমদ।

বিষয়টি নিশ্চিত করে আজিজুল ইসলাম আজাদ বলেন, রবিবার রাতে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকায় হাজেরা ম্যানশন ভবনে অভিযান চালিয়ে ইজিবাইক চার্জিং গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়। অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ইজিবাইক চার্জ দেওয়ায় ৩২ টি চার্জার জব্দ করা হয়।

পরে এ ঘটনার সাথে জড়িত ৫ জনের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে ২৬ লাখ ৪৮ হাজার ১৫৫ টাকা ক্ষতিপূরণের মামলা করা হয়

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ