ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

জামালগঞ্জে বিএসটিআই’র অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

জামালগঞ্জে বিএসটিআই’র অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জামালগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে বিএসটিআই। এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনূকা ভৌমিক।

সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়। এসময় ১ ব্যক্তিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এসময় অভিযানে বিএসটিআই কর্তৃক অনুমোদনবিহীন উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণে হৃদয় বেকারীকে ৫ হাজার, সুমি বেকারীকে ৭ হাজার, আর্শীবাদ স্টোরকে ৪ হাজার, গজের মাপে কাপড় কম দেয়ার অপরাধে মালতি বস্ত্রালয়কে ১ হাজার, রুপা বস্ত্রালয়কে ১ হাজার ও ওজনে কম দেয়ায় মাছ বিক্রেতা আবু তাহেরকে ১ হাজারসহ মোট ১৮ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

এসময় বিএসটিআই সুনামগঞ্জের পরিদর্শক মো. আল আমিন, ও রাইসুল ইসলাসহ জামালগঞ্জ থানার এস আই জব্বার সঙ্গীয়ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ