ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেট যুব উন্নয়ন পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

সিলেট যুব উন্নয়ন পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সিলেট যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে সিলেট শহরতলী ৩নং খাদিমনগর ইউনিয়নের ইক্বরাবাদ-মহালদিক, সাহেব বাজার রোডস্থ জামেয়া আবু হুরায়রা রাঃ আল ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
১২ আগস্ট শনিবার বিকালে জামেয়া আবু হুরায়রা রাঃ আল ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক।
এ সময় উপস্থিত ছিলেন জামেয়া আবু হুরায়রা রাঃ আল ইসলামিয়া’র ভাইস প্রিন্সিপাল মাওলানা ইয়াহহিয়া খান, শিক্ষক মাওলানা মোঃ দীন ইসলাম, সিলেট যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ করিম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আলী হোসেন সহ মাদরাসা শিক্ষক ও ছাত্রবৃন্দ।
বৃক্ষরোপণকালে আফিকুর রহমান আফিক বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ শুধুমাত্র পরিবেশের বন্ধু নয়, পরিবেশের প্রাণও। পরিবেশ-প্রকৃতিকে সুন্দর করে বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষের অবদানকে অস্বীকার করার উপায় নেই। সৃষ্টির বুকে প্রাণিকুলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। পৃথিবীতে মানুষসহ সকল প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন। যেটা আমাদেরকে সরবরাহ করে বৃক্ষ। অপরদিকে পরিবেশ ও প্রাণীর জন্য ক্ষতিকর কার্বনডাই অক্সাইডকে গ্রহণ করে প্রকৃতিকে নির্মল শান্ত রাখার অবদানও বৃক্ষের। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সব থেকে বড় সাহায্যকারী। তাই বৃক্ষকে অবহেলা করলে এই ধরাতে প্রাণিকুলের বেঁচে থাকা হুমকির মুখে পড়তে পারে। যা বর্তমান আধুনিক বিশ্বের অন্যতম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, দেশে বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য ‘মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার’ প্রদান করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে সকলকে এগিয়ে আসার আহবান জানা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ