ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

শাবিপ্রবির সাথে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাবিপ্রবির সাথে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীমার আওতায় নিয়ে আসতে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বীমার আওতায় আসবে। রবিবার( ১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।   চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া চুক্তিপত্রে স্বাক্ষর করেন।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি সাঈদ হাসান রুবেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক  মো. কবির হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ