ইউকে শুক্রবার, ৯ মে ২০২৫
হেডলাইন

সিকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ

সিকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে সার্জিক্যাল কিটবক্স বিতরণ করা হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের নতুন ভবনের সম্মেলন কক্ষে দুপুর ২ টায় এই কিটবক্স বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ২৫ তম ব্যাচের মোট ৮৬ জন শিক্ষার্থীর মাঝে কিট বক্স বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে কিটবক্স তুলে দেন।

সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম , অর্থ ও হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন সরকার, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. এম রাশেদ হাসনাত, রেনেটা লিমিটেড কোম্পানির এনিম্যাল হেলথ ডিভিশনের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার ডা. হিমেল চাকমা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদান কালে উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঞা বলেন, “এই কিটবক্স একজন ভেটেরিনারি সার্জনের সবচেয়ে বড় শক্তির জায়গা। যে যত নিপুণ হবে কিটবক্সের যন্ত্রগুলা চালনায়, সে তত বড় সার্জন হবে। সার্জারীর ক্ষেত্রে আত্মবিশ্বাস ও সাহস সবসময় সবার উপর কাজে লাগবে। একজন হাতুড়ে ডাক্তার ও তোমাদের মধ্যে পার্থক্য করে দিবে এই সার্জারির দক্ষতা। আর এই কিটবক্স তোমাদেরকে বিশ্বমানের ভেটেরিনারি সার্জন হতে সাহায্য করুক আমি এই আশাবাদ ব্যক্ত করি।”

সভাপতির বক্তব্যে সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, “সার্জারী একটি দলগত কাজ। একার ব্যক্তিগত দক্ষতায় সফল সার্জারী সম্ভব না। দলের সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ লাগে এতে। তোমাদের দলগত উপস্থাপনাগুলো অত্যন্ত চমৎকার ছিলো। আমি আশা করছি আমার সার্জারী বিভাগের এই কিটবক্স বিতরণ তোমাদের ভবিষ্যতের দিনগুলোর জন্য দক্ষ সার্জন হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ