ইউকে শুক্রবার, ৯ মে ২০২৫
হেডলাইন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি শাবিপ্রবির ড. আশরাফুল

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি শাবিপ্রবির ড. আশরাফুল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম।

রবিবার(১৩ আগস্ট) শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম কে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।

ভাইস-চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ হতে আগামী চার বছর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়। একই সঙ্গে উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা ও পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ