
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :কালনী এক্সপ্রেস ট্রেনে অবৈধভাবে যাত্রী তোলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে রেলের স্টাফদের নির্যাতনের শিকার হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি শাহ মোস্তাফা কামাল।
শনিবার সকালে সংবাদ সংগ্রহকালে ট্রেনের পাওয়ার কার অপারেটর মুক্তারসহ স্টাফরা ওই সাংবাদিককে ট্রেনে তুলে বেধড়ক পেটান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন।
মোস্তাফা কামাল জানান, ঢাকাগামী কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে পৌঁছলে ট্রেনটিতে অবৈধভাবে যাত্রী তোলেন স্টাফ মোক্তাদিরসহ আরও কয়েকজন রেল কর্মচারী। এ বিষয়ে জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে তাকে ট্রেনে তুলে বেধড়ক মারধর করা হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাইফুল্লাহ জানান, একজন সংবাদকর্মীর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে অভিযুক্ত মোক্তার হোসেনকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।